11.3 C
Chittagong
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজকর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ

কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ

সারাদেশ ডেস্ক :

নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের সীতাঘাট মন্দিরসংলগ্ন কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নদীতে তাঁদের লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় পুলিশ গিয়ে উদ্ধার করে।

এ দুই পর্যটক হলেন চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৬) ও প্রিয়ন্ত দাশ (২০)। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। প্রিয়ন্ত দাশ তার খালাতো ভাই।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের সদস্য মো. সরোয়ার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলী নদীতে লাশ ভেসে উঠেছে বলে জানান। সঙ্গে সঙ্গে আমি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু বলেন, গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিখোঁজ হন, সেই জায়গায়ই লাশ দুটি ভেসে ওঠে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি দল কর্ণফুলী নদী থেকে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের মাতা সীতা দেবী মন্দিরসংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন।

গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।