চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিকের এ ব্লকের ৩ নম্বর রোডস্থ শেখ ভিলার ৪র্থ তলার একটি বাসায় ঢুকে ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে পালিয়েছে চোরের দল।
গতকাল সোমবার (১০ মার্চ) সাতে সোয়া ৯টা থেকে ১১টার মধ্যে দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে।
চুরি হওয়া বাসার মালিক চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যার দিকে ইফতারের পর স্ত্রী ও মেয়ে জামালখানে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। কিছুক্ষণ পরে বাসার দরজায় তালা লাগিয়ে তারাবির নামাজ পড়তে যান জামাল উদ্দিন।
নামাজ শেষে বাসায় ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে আলমিরার তালাও ভাঙা দেখে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবহিত করেন এবং পরে রাত ১২টার দিকে চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, চট্টগ্রাম ওয়াসার এক কর্মকর্তার বাসায় চুরির অভিযোগ পেয়ে টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। প্রাথমিকভাবে ৩ ভরি স্বর্ণ এবং সামান্য কিছু টাকা চুরি হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করে চোরচক্রকে গ্রেপ্তারে চান্দগাঁওটিম কাজ করছে বলে জানান ওসি।