23.7 C
Chittagong
বুধবার, ১২ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদরাজনীতি‘শাহবাগী’ ইস্যুতে এবার মুখ খুললেন ছাত্রশিবির সভাপতি!

‘শাহবাগী’ ইস্যুতে এবার মুখ খুললেন ছাত্রশিবির সভাপতি!

রাজনীতি ডেস্ক :

আলোচিত ‘শাহবাগী’ ইস্যুতে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেছেন, শাপলা গণহত্যা ও আল্লামা সাঈদীর রায়ের প্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল এরাই।

আজ বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘বিচার চাই না, ফাঁসি চাই’, এই থিওরির মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল শাহবাগী গোষ্ঠী।

তারা আদর্শিক হেজেমনি দিয়ে দেশে ইসলামোফোবিয়া এবং আবহমান সম্প্রীতির সমাজে হিংসা-বিদ্বেষ ছড়িয়েছে। হাসিনাকে ‘গডমাদার অব ফ্যাসিজম’ হিসেবে তৈরি করেছে।

ছাত্রশিবির সভাপতি আরও লেখেন, শাপলা গণহত্যা ও আল্লামা সাঈদীর রায়ের প্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল এরাই।

শাহবাগে তৈরিকৃত ফ্যাসিবাদী পাটাতনে দাঁড়িয়ে হাসিনা জুলাইসহ যত গণহত্যা চালিয়েছে এর দায় অবশ্যই এদেরকে নিতে হবে। আমরা ফ্যাসিবাদের দালালদের ন্যায় বিচার চাই।