27.6 C
Chittagong
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়দ্বন্দ্ব, সংঘাত এড়িয়ে দুই দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

দ্বন্দ্ব, সংঘাত এড়িয়ে দুই দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

জাতীয় ডেস্ক :

তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক এ আরাফাত বলেছেন, বাংলাদেশের রাজনীতি দ্বন্দ্ব, সংঘাতে দাঁড়িয়ে আছে। দ্বন্দ্ব, সংঘাত এড়িয়ে বাংলাদেশ প্রশ্নে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মত দিয়েছেন তিনি।

আর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষমতা একীভূত হওয়ায় সমাজে বৈষম্য বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতার বিকেন্দ্রিকরণে জোর দিতে হবে।

শনিবার (২৯ জুন) রাজধানীতে শান্তি বিষয়ক এক সেমিনারে তারা এসব কথা বলেন।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইন্টিটিউশন মিলনায়তনে পিস অ্যাম্বাসেডর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বন্দ্ব নিরসন, সংঘাত-সহিংসতা রোধ ও শান্তি-সম্প্রীতি নিয়ে এতে আলোচনা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দ্বিধা-দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এই অবস্থার জন্য ক্ষমতার একভূতী করণকে দায়ী করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

অনুষ্ঠানে দ্য হাঙ্গার প্রজেক্ট প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, নানা প্রতিবন্ধকতার, বাধার পরও দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, রাজনৈতিক বিভেদ সংঘাত নয়, সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে।

বলেন, তথ্য বিকৃতি কোনো অবস্থাতে কাম্য নয়। অনুষ্ঠানে দ্য হাঙ্গার প্রজেক্টের সারাদেশের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।