27.6 C
Chittagong
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও এক নারীর

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও এক নারীর

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেলিনা আক্তার নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ১৮ জনের মৃত্যু হলো।

সর্বশেষ ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৪১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়েছে, ওই নারীকে গত সোমবার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তির পরপরই মারা যান। প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা ‘ডেঙ্গু এক্সপান্ডেন্ড সিনড্রোম’ উল্লেখ করেন। সেলিনা আক্তার নগরীর নিমতলা বিশ্বরোড এলাকার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, এ নিয়ে চট্টগ্রামে যে ১৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ১২ জন নারী। চলতি মাসেই দুইজনের মৃত্যু হয়। এদিকে চলতি অক্টোবরে মোট ৬৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ বছর ২ হাজার ১৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়।