28 C
Chittagong
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ১২ যানবাহনকে লক্ষাধিক টাকা জরিমানা

চট্টগ্রামে ১২ যানবাহনকে লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

ফিটনেস, রুট পারমিটবিহীন যানবাহন চালানোর অপরাধে চট্টগ্রামে ১২ যানবাহনকে এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে টানা তিন ঘন্টার এ অভিযান চালায় বিআরটিএ।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টমেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা।

সড়ক নিরাপত্তা সংক্রান্ত এই বিশেষ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন জানান, ফিটনেস না থাকা, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ না থাকায় বন্দরের অভ্যন্তরে এভারেস্ট এন্টারপ্রাইজের ১২ যানবাহনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।