27.6 C
Chittagong
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় গণহত্যা বন্ধ করছে না ইসারয়েল। প্রতিদিনই নারী-শিশুসহ বেসামরিক লোকজনকে হত্যা করছে দেশটির বর্বর সৈন্যরা।

শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণলায়।

নিহতদের মধ্যে ২১ জন নারী ছিলেন এবং ধ্বংসস্তূপ ও ভবনের নিচে আটকেপড়া অনেকের কারণে মোট মৃত্যুর সংখ্যা ৫০ হতে পারে।

বোমা বিস্ফোরণে ৮৫ জনেরও বেশি লোক আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে।

জাবালিয়া গাজার উত্তরাঞ্চলে অবস্থিত। সেখানে গত দুই সপ্তাহ ধরে আবারও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। কারণ শরণার্থী ক্যাম্পটিতে পুনরায় সংগঠিত হয়েছিল হামাসের যোদ্ধারা।

এ ছাড়া সেখানে বেসামরিক সরকারও পুনঃপ্রতিষ্ঠিত করতে সমর্থিত হয়েছিল তারা।

উল্লেখ্য, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০। গাজা-ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।