চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে আটক করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলা পৌর সদরের মিয়ারবাজার থেকে হেলমেট পড়া অবস্থায় তাকে আটক করে থানা পু্লিশ।
এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র তোফাইল বিন হোছাইনের দুই সহযোগী শাহনুর মোহাম্মদ ইলিয়াস ও মিনারুল ইসলামকে গ্রেফতার করেছিল থানা পুলিশ।
এবার অধ্যাপক আবদুল গফুরের গ্রেফতারের খবরে উপজেলা আওয়ামী শিবিরে নতুন করে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গফুরের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে।