27.6 C
Chittagong
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলা১০৬ রানে অলআউট বাংলাদেশ

১০৬ রানে অলআউট বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ওভার থেকে উইকেটে আসা-যাওয়া শুরু স্বাগতিক ব্যাটারদের। শেষ হয় ৪০.১ ওভারে কেশভ মহারাজের বলে তাইজুলের বোল্ড হওয়ার মধ্য দিয়ে।

ব্যাট হাতে একে একে ‘আত্মহত্যা’র মিছিলে যোহ দিলেন বাংলাদেশের ব্যাটাররা। তাদের এমন হতাশাজনক পরফরম্যান্সের দিনে লাঞ্চের খানিক পরেই স্রেফ ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।

সর্বোচ্চ ৩০ রান এসেছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। ইনিংসে বিশ রানের জুটি কেবল একটি।

নবম উইকেটে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের সেই ৪৬ বলে ২৬ রানের জুটির কল্যাণে একশ পার করতে পারে বাংলাদেশ। ৩১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান তাইজুলের।

দক্ষিণ আফ্রিকার তিন বোলার নিয়েছেন তিনটি করে উইকেট। এদিন তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করা কাগিসো রাবাদা নিয়েছেন ২৬ রানে ৩টি।

২২ রানে ৩টি শিকার ধরেছেন আরেক পেসার উইয়ান মুল্ডার। মূলত তার বোলিং তোপেই শুরুর ৬ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ।

বাকি চার উইকেট দুই স্পিনারের। ৩৪ রানে ৩টি নিয়েছেন মহারাজ। ১৯ রানে জয়ের উইকেটটি নিয়েছেন ডেন পিট।