Homeজাতীয়খিলগাঁওয়ে এলএসডিসহ গ্রেফতার ৫

খিলগাঁওয়ে এলএসডিসহ গ্রেফতার ৫

রাজধানীর খিলগাঁওয়ে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা এলএসডিসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল বিভাগ।

এর আগে এলএসডি জব্দের ঘটনায় করা মামলায় গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী সাদমান সাকিব রূপল, আসহাব ওয়াদুদ তূর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আদিন আশরাফ। ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালতে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ মে রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই তিন শিক্ষার্থীকে গ্রেফতার করে ডিবি। এসময় এই তিনজনের কাছ থেকে ২০০টি এলএসডি’র ব্লট জব্দ করা হয়।

আরো পড়ুনঃ   ‌’কার্ড প্রিন্ট হয়নি ছয় মাস পরে আসুন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে ভয়াবহ মাদক এলএসডি’র সন্ধান পেয়েছে বলে গত ২৭ মে ডিবি পুলিশ প্রেস ব্রিফিং এ জানায়। দেশে এলএসডি জব্দের ঘটনা সেটাই প্রথম বলে জানিয়েছিলো ডিবি।

আরো পড়ুনঃ   ‘সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ