27.1 C
Chittagong
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামইপিজেডে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ইপিজেডে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকার একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানটির এক শিক্ষকের বিরুদ্ধে।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে অভিযুক্ত শিক্ষক মো. সাদেকুল ইসলাম (২৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার সাদেকুল ইসলাম কক্সবাজার মহেশখালীর সিকদারপাড়া এলাকার মো. ফরিদুল আলমের ছেলে।

র‍্যাব জানায়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সাদেকুল ইসলামের রুমে নিয়ে যান ওই শিশু শিক্ষার্থীকে। পরে সেখানে তাকে বলাৎকার করা হয়।

শিশুটি অসুস্থবোধ করলে সে ঘটনাটি অভিভাবকদের জানান। পরে স্বজনরা শিশুটিকে বাড়িতে নিয়ে যায়।

পরবর্তীতে ২১ অক্টোবর শিশুটির বাবা বাদি হয়ে নগরীর ইপিজেড থানায় একটব মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়।