27.6 C
Chittagong
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়বঙ্গভবনের সামনের পরিস্থিতি এখনও থমথমে, ৪ স্তরের নিরাপত্তা

বঙ্গভবনের সামনের পরিস্থিতি এখনও থমথমে, ৪ স্তরের নিরাপত্তা

জাতীয় ডেস্ক :

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিনরাত আন্দোলনের পর আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে সামনে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে ছাত্র-জনতার উপস্থিতি দেখা না গেলেও কড়াকড়ি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি।

সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব ও এপিবিএন সদস্যরাও।

এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বঙ্গভবনের সামনের বসানো কড়া নিরাপত্তা বেষ্টনী। চার স্তরের বেস্টনীর পাশাপাশি রাখা হয়েছে তিন স্তরের কাঁটাতারের বেড়াও।

সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হলেও এখন পর্যন্ত তেমন আন্দোলনকারীদের তেমন কোন জমায়েত দেখা যায়নি।

তবে বিক্ষিপ্তভাবে জড়ো হওয়ার চেষ্টা করছে তারা।