Homeবিনোদোনবি জে থমাস মারা গেছেন

বি জে থমাস মারা গেছেন

তরুণ বি জে থমাস।

পাঁচবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সংগীত শিল্পী বি জে থমাস মারা গেছেন। তার টুইটার অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবর প্রকাশ করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৮। তিনি ফুসফুস ক্যান্সারের জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।

এই গুণী সংগীতশিল্পীর জন্ম ওকলাহোমার একটি প্রত্যন্ত অঞ্চলে। তার পারিবারিক নাম ছিলো বিলি জো থমাস। পতে তিনি পরিবারের সাথে টেক্সাসের হিউস্টনে চলে আসেন।

সংগীত জীবনে পপ, গসপেল, কান্ট্রি সংয়ের মতো বিভিন্ন ঘরানার গান গেয়েছেন বি জে থমাস। অর্জন করেছেন সিএমএ, ডোভ, গ্র্যামির মতো বড় বড় পুরস্কার।

আরো পড়ুনঃ   নামতা বলতে পারছেন না সরকারি শিক্ষিকা এদিকে মাস গেলে ৪৫ হাজার টাকা বেতন! তুমুল ভাইরাল ভিডিও

বিশ্বব্যাপী ৭০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে থমাসের, বহুবার তার গান স্থান করে নিয়েছে বিলবোর্ড টপচার্টের শীর্ষে। এছাড়া বিলবোর্ড টপচার্টের গত ৫০ বছরের ‘টপ ফিফটি মোস্ট প্লেড আর্টিস্ট’ তালিকার একজন সংগীতশিল্পী হিসেবেও এসেছে বি জে থমাসের নাম।

আরো পড়ুনঃ   কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করে ঝরাচ্ছে দুবাই

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ