24.6 C
Chittagong
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচকবাজারে ৯১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ধরা

চকবাজারে ৯১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ধরা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ডিসি রোড এলাকার একটি বাড়ি থেকে ৯ হাজার একশ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে গোপন সোর্সের তথ্য মতে ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. জিয়া উদ্দিন (৩৭)। সে কক্সবাজার জেলার পেকুয়া থানার হরিনাবাড়ি এলাকার রশিদ আহমদের ছেলে।

আজ রবিবার সকালে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শরীফ-উল-আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার ওই যুবক দীর্ঘদিন ধরেই কক্সবাজার জেলা থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদকব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল।

তার বিরুদ্ধে রামু, পেকুয়া, বগুড়া সদর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত মোট তিনটি মামলা রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।