18.5 C
Chittagong
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামপতেঙ্গায় নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

পতেঙ্গায় নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন বিজয়নগর এলাকা থেকে নাসিমা আক্তার নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার রাত ১১টার দিকে ওই এলাকার কবিরের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাসিমা আক্তার একই এলাকার মৃত মো. শরীফের মেয়ে। নাসিমার স্বামীর নাম নাসির এবং তারা বিজয়নগরের স্থানীয় বাসিন্দা।

পুলিশ জানায়, নিহত নারীর নাম নাসিমা আক্তার। বয়স আনুমানিক ৩০ বছর। স্বামী নাসিরকে নিয়ে তিনি বিজয়নগর এলাকায় থাকতেন। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক থাকায় পুলিশ ধারণা করছে স্বামীই তাকে খুন করে পালিয়েছেন।

স্থানীয়রা জানায়, নাসিমা আক্তার ১৫ নম্বর ঘাট এলাকায় ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। তার আয়ের টাকাতেই সংসারের খরচের যোগান হতো।

গত শনিবার দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রাথমিকভাবে ধারণা করছেন ওই নারীকে হত্যা করা হয়েছে। মরদেহটিও অনেকদিন আগের, প্রায় গলিত।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।