25 C
Chittagong
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামকাট্টলী স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধায় স্মরণ

কাট্টলী স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধায় স্মরণ

চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকায় জেলা প্রশাসন কর্তৃক নির্মিত স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

আজ ১৬ ডিসেম্বর কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম বিভাগীয় কমিশন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সোমবার বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে ডিসি পার্কের দক্ষিণ পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, উপপরিচালক (স্থানীয় সরকার,চট্টগ্রাম জেলা) নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক বলেন, “আমরা বিজয়ের ৫৪ বছরে পা দিয়েছি, স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানিয়েছি।

৭১এর চেতনাকে ধারণ করে জুলাই ২৪ এর বিপ্লবের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো।”

তিনি চট্টগ্রামে একটি স্থায়ী স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর নির্মাণ করার পরিকল্পনার কথা জানান।