21.6 C
Chittagong
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাসাতকানিয়ায় ৬ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

সাতকানিয়ায় ৬ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীরহাট এলাকার একটি আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

আটককৃতরা হলেন, কক্সবাজার টেকনাফ দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) এবং একই এলাকার আমির আলীর ছেলে মো. আমিন (৩৬)।

বিকেলে র‌্যাব থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সোর্সের খবরে অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।