24.5 C
Chittagong
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশখাগড়াছড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খাগড়াছড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সারাদেশ ডেস্ক :

খাগড়াছড়িতে ঝুলন্ত অবস্থায় মো. হানিফ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দীঘিনালা থানা-পুলিশ। পুলিশের ধারণা, হানিফ আত্মহত্যা করেছে।

আজ সোমবার সকালে দীঘিনালা উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস এলাকার গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হানিফ উপজেলার একই এলাকার জালাল উদ্দিন মীরের ছেলে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার রাতে মাহফিলের উদ্দেশে বাসা থেকে বের হন হানিফ।

রাতে আর বাসায় ফেরেননি। পরে আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গাছে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।’

তবে যুবকের মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জাকারিয়া।