15.9 C
Chittagong
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশপাবনার সাঁথিয়া-মাধপুর সড়কে ট্রাকচাপায় নিহত ৩

পাবনার সাঁথিয়া-মাধপুর সড়কে ট্রাকচাপায় নিহত ৩

সারাদেশ ডেস্ক :

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় করিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাঙ্গামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আ. লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোরে কৃষিশ্রমিকেরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যেতে সাঁথিয়া—মাধপুর সড়কে অপেক্ষা করছিলেন।

এ সময় সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।