অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, এখন সংস্কার সম্ভব না হলে কখনোই হবে না।
সংবিধানের দোহাই দিয়ে এটা করতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে দুই দিনব্যাপী জাতীয় সংলাপে ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ শীর্ষক অধিবেশনে তিনি এ কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা ২০০৭ সালে একবার চেষ্টা করেছিলাম, কিছু কিছু করেছিলাম। কিন্তু সেগুলো থাকেনি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কারণে।
নৌ পরিবহন উপদেষ্টা বলেন, জনগণের প্রতিনিধিত্ব তৈরিতে দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে ভালো গাইডলাইন তৈরি করা সম্ভব।
তরুণদের রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করা উচিত মন্তব্য করে তিনি বলেন, তাদের নিরুৎসাহিত করা ঠিক নয়। আমরা মনে করি, নতুন রক্ত প্রয়োজন। তাদের নিরুৎসাহিত করবেন না।
রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ তাদের উৎসাহিত করুন। তারা আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়। তাদের যদি উৎসাহিত না করেন, তাহলে আমরা এ জিনিসই (আওয়ামী লীগের পতন) দেখব। আজ না হয় ১০ কিংবা ১৫ বছর পরে আবারও দেখব।