20.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামকর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ভেসে আসা আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

গতকাল সোমবার রাতে নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার হয়। মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম উল্লাহ বলেন, মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তার পরনে কালো রঙের ফুল গেঞ্জি ছিল। মৃতদেহটি প্রায় গলিত অবস্থায় পাওয়া যায়।

পচে গিয়ে সারা শরীর ফুলে গেছে। মুখমণ্ডলও অনেকটা বিকৃত হয়ে গেছে। তবে শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করছি, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।