19.5 C
Chittagong
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান

ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান

জাতীয় ডেস্ক :

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভিসার বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেছেন, ভিসা জটিলতা তো আমরা সৃষ্টি করি নাই। কোনো দেশ যদি কাউকে ভিসা না দেয়, বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, তাহলে কোনো প্রশ্ন তোলা যাবে না। আমরা আশা করবো, তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদের।

আজ মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন।

তিনি বলেন, ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হলো আমাদের অবস্থান। আমরা ওয়ার্কিং রিলেশন চাই ভারতের সাথে।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশে ভিসা আবেদনগুলো সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে।

তবে চিকিৎসা ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু করবে না বলে জানিয়ে দেয় দেশটি।