19.5 C
Chittagong
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজবঙ্গোপসাগর থেকে ৫৬ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

বঙ্গোপসাগর থেকে ৫৬ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

সারাদেশ ডেস্ক :
  • কক্সবাজারের টেকনাফে ছয়টি মাছ ধরা ট্রলারসহ ৫৬ জন বাংলাদেশি জেলেকে মিয়ানমারে ধরে নিয়ে গেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে আরাকান আর্মি ট্রলারগুলো নিয়ে যায়।

ট্রলারগুলো এখনো ছেড়ে দেয়া হয়নি। ট্রলারে থাকা জেলেরা শাহপরীর দ্বীপ ও আশপাশের এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

তিনি জানান, মিয়ানমারে ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন তারা আরাকান আর্মির জিম্মায়।

তাদেরকে ফেরত আনতে কাজ চলছে বলে জানান ইউএনও।