22.2 C
Chittagong
রবিবার, ১৬ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: সারাহ কুক

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: সারাহ কুক

জাতীয় ডেস্ক :

যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানালেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। যে কোনো সহায়তা দিয়ে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

সোমবার (১০ মার্চ) সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব বলেন কুক। আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি।

এদিন বৈঠকের বিষয় ইসি জানিয়েছে, যেকোনো ভাবে ডিসেম্বর জাতীয় নির্বাচনে করতে চায় নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে যুক্তরাজ্য বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

ইসি আরও জানায়, যুক্তরাজ্যের মতো আমরাও চাই নির্বাচন যেন অবাধ ও অংশগ্রহণমূলক হয়। একইসঙ্গে সবাই যেন অবাধে কাজ করতে পারেন সে বিষয়েও ব্রিটিশ হাইকমিশনার জানতে চেয়েছেন।