গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতভর উত্তাল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ মিছিল নিয়ে শতশত শিক্ষার্থী লাকীকে গ্রেপ্তার ও পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার রাত একটার দিকে মিছিলটি হলপাড়া থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেয়। পরে আবারও তারা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছে।
লাকি আক্তারসহ অন্যরা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। দেশে আর শাহবাগ ফিরবে না বলেও মন্তব্য করেন তারা।
অবিলম্বে যারা পুলিশের ওপর হামলা করেছে, তাদেরসহ লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে বলে দাবি তাদের। লাকীকে গ্রেপ্তার না করলে আবার রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, ২০১৩ সালে যারা বিচারহীনতা কায়েম করে ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিল। এই শাহবাগীদের বিচার করতে হবে।
মঙ্গলবার বিকেলে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভে দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।
এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিএমপি।