24.6 C
Chittagong
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামআনোয়ারায় আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

আনোয়ারায় আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাফেজ আহম্মদ ডিলারের পুরাতন বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনে পুড়ে গেছে ৩টি বসতঘর। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন-আবুল হাশেম, আব্দুল মোতালেব ও নুরুন নবী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সকালে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

এ ঘটনায় কোন হতাহতে ঘটনা না ঘটলেও ৩ বসতঘর পুড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।