24.6 C
Chittagong
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতহাইকোর্টে চিন্ময় দাসের জামিন শুনানির তারিখ নির্ধারণ

হাইকোর্টে চিন্ময় দাসের জামিন শুনানির তারিখ নির্ধারণ

আইন-আদালত ডেস্ক :

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি আগামী ঈদ এবং অবকাশকালীন ছুটির পর নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) চিন্ময় দাসের আইনজীবীর আবেদন গ্রহণ করে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য ২৩ এপ্রিল তারিখ ধার্য করেন।

এর আগে, গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে দেন।

এরপর ১২ জানুয়ারি তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গত ৪ ফেব্রুয়ারি তার জামিনের বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এছাড়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।

এই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। জামিন না হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রামে দায়ের করা হয়।

এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়েছে। একই বছরের ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়।