24.1 C
Chittagong
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাহাটহাজারীতে ৬৩৮০ কার্টন ভারতীয় সিগারেটসহ আটক ২

হাটহাজারীতে ৬৩৮০ কার্টন ভারতীয় সিগারেটসহ আটক ২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় বিপুল পরিমাণ সিগারেটসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সোর্সের খবরে উপজেলার আমান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় সিগারেটসহ তাদের আটক রা হয়।

অভিযানে সিগারেট পরিবহনের একটি পিকআপও জব্দ করা হয়। আটককৃতরা হলেন মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। দুজনই রাঙামাটি জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমান বাজার এলাকার আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ৬৩ হাজার ৮শ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেটসহ দুজনকে আটক করা হয়েছে। এসব সিগারেটের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

উদ্ধার করা সিগারেট ও জব্দ পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।