24.6 C
Chittagong
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদUncategorizedএমবাপ্পের জোড়া গোলে লেগানেসকে ৩-২ ব্যবধানে হারাল রিয়াল

এমবাপ্পের জোড়া গোলে লেগানেসকে ৩-২ ব্যবধানে হারাল রিয়াল

খেলাধুলা ডেস্ক :

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে লেগানেসকে ৩-২ ব্যবধানে হারিয়ে লা লিগায় গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকরা নাটকীয় জয় তুলে নেয়।

প্রথমার্ধের ৩২তম মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে।

তবে লেগানেস আট মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে। দ্বিতীয়ার্ধে শুরুতেই জুড বেলিংহ্যাম গোল করে রিয়ালকে সমতায় ফেরান।

নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে দুর্দান্ত ফ্রি-কিকে ম্যাচের জয়সূচক গোলটি করেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তার ৩৩তম গোল।

এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।

সমান ম্যাচ কম খেলা বার্সেলোনারও রয়েছে ৬৩ পয়েন্ট। অন্যদিকে, ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে লেগানেস।