37.5 C
Chittagong
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামসিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দুদক চট্টগ্রাম কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

সূত্র জানায়, দুদকের হটলাইন নম্বরে নকশা অনুমোদনের ফরমে ব্যাংকের সিল-সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম সিডিএ কার্যালয়ে দুই ঘণ্টার মতো অবস্থান করে। এ সময় তারা বেশ কয়েকটি ফাইল যাচাই-বাছাই করেন।

দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত বলেন, বেশ কিছু ফাইল দেখেছি। কয়েকটি অসঙ্গতি আছে বলে মনে হয়েছে। তবে আরও খতিয়ে দেখতে হবে। এছাড়া প্রতিষ্ঠানটির দুই বছরের কাগজপত্র চেয়েছি। এগুলো পেলে যাচাই-বাছাই করে দেখা হবে।