সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অ’ভিনেতা সিনেমা প্রে’মীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে ফেরদৌস অন্যতম। এই পর্যন্ত ভিন্নধ’র্মী চরিত্রে অ’ভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।
নতুন খবর হচ্ছে, সন্ধ্যা থেকেই বুঝতে পারছিলেন, কেমন যেন দূরে দূরে থাকছে দুই মে’য়ে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে এ দূরত্ব। মে’য়েরা একসময় কায়দা করে তাঁকে ড্রয়িংরুমে পাঠিয়ে দিল।
রাত ঠিক ১২টার সময় একটা কেক নিয়ে হাজির হলো তারা, জানাল শুভ জন্ম’দিন। বাবার জন্ম’দিন উপলক্ষে নিজ হাতে কেকটা বানিয়েছে তারা। মে’য়েদের কা’ণ্ড দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ফেরদৌস আহমেদ। ঢাকাই ছবির এই নায়কের কাছে এই কেকই তাঁর ৪৯ বছরের জীবনে পাওয়া সেরা উপহার।