29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাচন্দনাইশে বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে নিহত ১

চন্দনাইশে বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে নিহত ১

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

আজ ২৮ মে (বুধবার) সকালে বৃষ্টিতে বাড়ির পাশের বিলে জমা হওয়া পানিতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে মালেকের বাড়ির পাশের বিলে প্রচুর পানি জমে যায়। শখের বসে মাছ ধরার জন্য রাতেই সেখানে ছাই বসাই।

ভোরে ওই ছাইয়ে মাছ ঢুকেছে ভেবে ছাইটি তুলতে গিয়ে বিষাক্ত একটি সাপ তাকে কামড়ে দেয়। তার চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়।

সাপে কাটা আবদুল মালেক নামে এক রোগীকে হাসপাতালে আনার তথ্য জানিয়ে দোহাজারী হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

তবে এ বিষয়ে স্থানীয় চৌকিদার মোহাম্মদ ইলিয়াছ জানান, চমেক হাসপাতালে রেফার করা হলেও সাপে কাটা রোগীর অবস্থা গুরুতর হওয়া তাৎক্ষনিক বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।