29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাবিসিবিতে পরিবর্তনের আভাস, নতুন ভূমিকায় আসতে পারে বুলবুল!

পদত্যাগ' করতে পারেন বিসিবি সভাপতি ফারুক

বিসিবিতে পরিবর্তনের আভাস, নতুন ভূমিকায় আসতে পারে বুলবুল!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছে বড় ধরনের পরিবর্তন। কয়েকদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হতে যাচ্ছে বলে আভাস মিলেছে।

বিসিবি সভাপতি পদে ফারুক আহমেদের পরিবর্তে আসতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

সরকার ও বিসিবি—উভয় জায়গার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এটি আর কেবল গুঞ্জনের পর্যায়ে নেই। বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের পথে।

ধারণা করা হচ্ছে, আসন্ন বোর্ড সভাতেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন বর্তমান সভাপতি ফারুক আহমেদ। তার পরদিনই অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব নিতে পারেন বুলবুল।

বিসিবির শীর্ষ পদে বুলবুলকে বসানোর উদ্যোগের পেছনে রয়েছে সরকারের উচ্চপর্যায়ের সক্রিয় ভূমিকা।

ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি নিজেও এক জাতীয় দৈনিককে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বুধবার রাতে আয়োজিত একটি জরুরি সভায় ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, বোর্ডে পরিবর্তন প্রয়োজন।

তবে সরকার সরাসরি ফারুক আহমেদকে সরালে তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল হবে।

তাই সম্মানজনক উপায়ে, অর্থাৎ পদত্যাগের মাধ্যমে এই রদবদল ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি পদে দায়িত্ব নেওয়া হবে কেবল নির্বাচনের আগপর্যন্ত, অন্তর্বর্তীকালীন ভিত্তিতে।

বর্তমানে তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। সেইসঙ্গে হাই পারফরম্যান্স কার্যক্রম ও ট্রেনিং এডুকেশন বিভাগেরও প্রধান।

আগামী মাসে আইসিসির সঙ্গে বুলবুলের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। যদিও তার সঙ্গে আরও এক বছরের জন্য নতুন চুক্তি প্রায় চূড়ান্ত।

এই বাস্তবতায়, আইসিসির নিয়ম মেনে কিছুদিনের জন্য বিসিবির দায়িত্ব নেওয়ার বিষয়টি সাময়িকভাবে বিবেচনায় আনা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির গৌরব অর্জনকারী বুলবুল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে সক্রিয়।

ক্রিকেট অঙ্গনে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য এই মুখকে সভাপতি হিসেবে দায়িত্ব দিতে চায় সংশ্লিষ্ট মহল।