29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাসীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্চাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।

গতকাল বুধবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটে। নিহত নেতার নাম মো. কলিম উদ্দিন (৩৮)। সে ওই ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্চাসেবক দলের প্রস্তাবিত কমিটির সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ছোট দারোগারহাট বাজারে ব্যবসাসহ নানান বিষয়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কলিম উদ্দিন ও সাদ্দাম নামক দুই যুবক। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রতিপক্ষ সেখানেও হামলা চালানোর চেষ্টা করে। পরে কর্তব্যরত চিকিৎসক কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্চাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি কলিম উদ্দিন মারা গেছেন।

মাদক ব্যবসায় বাধা পেয়ে দুস্কৃতিকারীরা তার উপর হামলা চালিয়েছে বলে স্থানীয় নেতৃবৃন্দের কাছে আমি জেনেছি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে জেনেছি, ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন কলিম নামে এক যুবক।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শণ করে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উন্মোচনা করার চেষ্টা করছে বলে জানান ওসি।