29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামজোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু

জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অতিরিক্ত জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১টার দিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দানু মিয়া (৪২) ঘটিভাঙা এলাকার মৃত নূর হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

স্থানীয়রা জানান, জোয়ারের পানি বাড়তে বাড়তে লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় দানু মিয়া দোকান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ জোয়ারের পানিতে পড়ে যান এবং মৃগী রোগের কারণে অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে অতিরিক্ত জোয়ারের পানিতে মহেশখালীসহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপকূলীয় এলাকার মানুষ।