26.1 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

চট্টগ্রামের পটিয়ায় বৃষ্টির সময় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা গেছেন কৃষক আব্দুল গফুর (৫৫)।

আজ রবিবার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। গফুর ওই এলাকার ফৌজদার বাড়ির আব্দুল হাকিমের ছেলে।

প্রতিবেশীরা জানান, শনিবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছিল। রবিবার সকালে বৃষ্টির মধ্যে খুশী মনে ঘর থেকে ভাসা জাল নিয়ে মাছ ধরতে বিলে গিয়েছিলেন কৃষক আবদুল গফুর।

বিলের পানিতে জাল ফেলতেই হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়ে পানিতে ভেসে থাকে। প্রতিবেশীরা ঘটনাটি দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী আবুল হাসনাত ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব না হয়নি।