29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাদেশের মাঠে প্রথমবারের মতো খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা

দেশের মাঠে প্রথমবারের মতো খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা

খেলাধুলা ডেস্ক :

এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার্সের জুন উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে সকালে ঢাকা এসে পৌছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।

আজ সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পা রাখার কথা থাকলেও ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ঢাকা বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিনজন নির্বাহী সদস্য।

এ সময় হামজার বাবা-মাও তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় দলের টিম হোটেলের উদ্দেশে রওনা হন এই ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার।

হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পরই বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার।

যদিও জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজকের অনুশীলনও আগের দিনের মতো ক্লোজড ডোর রেখেছেন, অর্থাৎ সংবাদমাধ্যম বা সাধারণ দর্শকদের প্রবেশ নিষেধ।

গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। সে সময় তিনি সপরিবারে দেশে এসে সরাসরি যান সিলেট।

সেখানে স্থানীয় সমর্থকদের উপচে পড়া ভিড়ে বিমানবন্দর ও হোটেল এলাকায় দেখা দেয় বিশৃঙ্খলা। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার কিছুটা গোছানোভাবেই তাকে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ দলের জার্সিতে দেশের মাটিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় থাকা এই মিডফিল্ডারকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দল এখন চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই রয়েছে।