29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামসেন্টমার্টিনে রিসোর্টের গর্তে পড়ে শিশুর মৃত্যু

সেন্টমার্টিনে রিসোর্টের গর্তে পড়ে শিশুর মৃত্যু

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে রিসোর্টের মাটি ভরাট কাজে তৈরি হওয়া গর্তে পড়ে মোহাম্মদ রায়হান স্বাদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন নজরুল পাড়ার নীল দিগন্ত রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে। নিহত রায়হান সেন্টমার্টিন দ্বীপের নজরুলপাড়ার বাসিন্দা ও মুদি দোকানদার কেফায়েত উল্লাহর ছেলে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নীল দিগন্ত রিসোর্ট নির্মাণ করার সময় কেফায়েত উল্লাহর বাড়ির পাশের ফসলি জমি থেকে মাটি ব্যবহার করা হয়। এরপর সেই গর্ত আর ভরাট করা হয়নি। ফলে সেখানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সোমবার সকাল ১১টার দিকে কয়েকজন একসঙ্গে খেলাধুলা করার একপর্যায়ে শিশু রায়হান ওই গর্তে পড়ে নিখোঁজ হয়।

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা। এরপর সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা কেফায়েত উল্লাহ বলেন, রিসোর্টের মালিক ব্যবসা করে কোটিপতি হচ্ছেন কিন্তু আমাকে সন্তানহারা করা হয়েছে।

রিসোর্টের জমি ভরাট করে ওই গর্তে বেড়া না দেওয়ায় মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক অজিত কুমার দাশ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে পুলিশ আরও তদন্ত করছে বলে জানিয়েছেন।