26.1 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়আন্তঃনগর ট্রেনের ডে-অফ বাতিল

আন্তঃনগর ট্রেনের ডে-অফ বাতিল

জাতীয় ডেস্ক :

পবিত্র ঈদুল আজহায় ঘুরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে আজ (৩ জুন) থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে।

ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের সংশ্লিষ্টদের কোনো ডে-অফ থাকবে না। বাংলাদেশ রেলওয়ের নেওয়া ঈদযাত্রার কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

রেলওয়ের কর্মপরিকল্পনায় বলা হয়, ঈদের পরে যথারীতি ট্রেনগুলোর সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে।

এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ট্রেনের রেক ব্যালেন্সের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ঈদের দিন বিশেষ ব্যবস্থায় ‘মেইল এক্সপ্রেস’ ট্রেন চালানো হবে।

ঈদে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে ৫ জোড়া (১০টি) ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৪ জুন থেকে এসব ট্রেন চলাচল শুরু হবে।