29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামলিভার ক্যানস্যারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা: আইসিইউতে ভর্তি

লিভার ক্যানস্যারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা: আইসিইউতে ভর্তি

বিনোদন ডেস্ক :

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানস্যারে আক্রান্ত। অভিনেত্রীর অস্ত্রোপচার করা হয়েছে।

দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেল, অভিনেত্রীর এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দীপিকার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম।

ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি ভক্ত-অনুরাগীদের উদ্দেশে লেখেন, অপারেশন দীর্ঘসময় ধরে চলায় রাতে কোনো আপডেট দিতে পারিনি।

অস্ত্রোপচার সফল হয়েছে। দীপিকা এখন আইসিইউতে রয়েছে। শরীরে ব্যথা রয়েছে, তবে অবস্থা স্থিতিশীল।

এর আগে ১৫ মে তাদের ইউটিউব ব্লগে দীপিকা কক্কর ও শোয়েব ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ করেন। দীপিকা জানান, বেশ কিছুদিন ধরেই তিনি তীব্র পেটব্যথায় ভুগছিলেন।

প্রথমদিকে কিছু বুঝতে না পারলেও একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন যে তার লিভারে টিউমার রয়েছে, যা ক্যানসারে রূপ নিয়েছে।

‘সসুরাল সিমর কা’ ও ‘কাহা হাম কাহা তুম’ খ্যাত এই অভিনেত্রী বর্তমানে স্টেজ টু লিভার ক্যানসারে আক্রান্ত। তবে তার পরিবার এবং চিকিৎসকেরা আশাবাদী যে দীপিকা ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাবেন।

দীপিকার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভক্তরা সামাজিক মাধ্যমে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।