29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাকলিয়া রাহাত্তার পুল মাজার গেট এলাকায় বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই।

আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

খুনের শিকার ছোট ভাইয়ের নাম মো. মোরশেদ (৪০)। বড় ভাইয়ের নাম মো. জসিম। তারা দুজনই পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা।

জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও জসিমের মধ্যে বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলে আসছিল। আজ দুপুরে একই বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে জসিম মোরশেদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

পরিবারের সদস্যরা মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ। খবর পেয়ে থানা পুলিশের একটি নিয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কী নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, সেগুলো জানার চেষ্টা করছি। ঘটনার পর জসীম পালিয়ে গেছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বললেন এ পুলিশ কর্মকর্তা।