26.1 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামবাঁশখালীর গন্ডামারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালীর গন্ডামারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঈদের ছুটিতে মা-বাবার সঙ্গে বাড়ি এসে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে সাজিদুল করিম আবরার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুকুরে ডুবে প্রাণ হারায় ছোট্ট সাজিদ। পরিবারে ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ঘোনা গ্রামে।

নিহত সাজিদুল করিম আবরার স্থানীয় আব্দুর রশিদ মেম্বারের বাড়ির দুবাই প্রবাসী মো. ফারুক আজমের পুত্র।

নিহতের বাবা মো. ফারুক আজম জানান, “ঈদুল আজহা উপলক্ষে পরিবারসহ আমরা গ্রামের বাড়িতে এসেছি। সকালবেলা পরিবারের সবার অগোচরে আমার ছেলে সাজিদ পুকুরে পড়ে যায়।

পরে তাকে ভাসতে দেখে তার মা চিৎকার করলে স্বজনেরা এসে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

শিশু সাজিদের অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে সাজিদের পরিবারে।