29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকসন্তানহারা বাবার বিলাপের হৃদয়বিদারক দৃশ্য ভাইরাল

সন্তানহারা বাবার বিলাপের হৃদয়বিদারক দৃশ্য ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

২১ বছরের ছেলের কবর আঁকড়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন সন্তানহারা এক পিতা। বলে চলেছেন, ‘আমাকেও এখানেই থাকতে দাও। আমি ওর সঙ্গেই থাকতে চাই। আমি কোথাও যেতে চাই না।’

পুত্রহারা বাবার বিলাপের সেই হৃদয়বিদারক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

এমনটা হওয়ার তো কথা ছিল না। ক্রিকেটই প্রাণ ছিল তার ২১ বছরের পুত্রের। আর বিরাট কোহলি তার স্বপ্নের হিরো। ১৮ বছরের অপেক্ষার পর তার হিরোর হাত ধরেই কাপ এসেছে শহরে।

সেই সেলিব্রেশনে সামিল হতেই তো চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছেছিলেন ভূমিক লক্ষ্মণ। তার পর সেই সেলিব্রেশনই হলো কাল।

বেঙ্গালুরু স্টেডিয়ামের বাইরে প্রবল বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে মৃত ১১ জনের তালিকায় নাম ছিল ২১-এর ক্রিকেট পাগল ভূমিকেরও।

গ্রামের বাড়িতে তার নিথর দেহ ফেরার পর কথা বলার শক্তি হারিয়েছেন ভূমিকের বাবা।

হাসান গ্রামের বাসিন্দা ২১-এর ভূমিক লক্ষ্মণ। গ্রামেই তাকে সমাহিত করার ব্যবস্থা করেন প্রতিবেশী, আত্মীয়রা।

শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে তার বাবা বিটি লক্ষ্মণকে সামলে রাখা যাচ্ছে না। ছেলের কবরের উপরেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

ফাইনাল ইয়ারের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ভূমিকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মানসিক স্থিরতা হারিয়েছেন শোকগ্রস্ত পিতা।

আত্মীয়, পরিচিতরা তাকে জোর করে ছেলের কবরের উপর থেকে সরিয়ে আনতে গেলেও শোকে তিনি নাছোড়বান্দা।

তাকে বলতে শোনা যায়, ‘আমি বাবা হয়ে যে পরিস্থিতির মুখে পড়েছি। যা আমাকে সহ্য করতে হচ্ছে, তা যেন পৃথিবীর কোনও বাবাকে সহ্য করতে না হয়। আমার একমাত্র ছেলে। সেও আমাকে ছেড়ে চলে গেল।’

দুর্ঘটনার খবর পাওয়ার পরই সংবাদমাধ্যমে উঠে এসেছিল পুত্রশোকে বিধ্বস্ত বিটি লক্ষ্মণের ছবি।

সাংবাদিক থেকে প্রশাসনের কর্তা ব্যক্তি, যাকে সামনে পাচ্ছিলেন তার কাছেই অনুরোধ জানাচ্ছিলেন, ‘দয়া করে আমার ছেলের শরীরটাকে কাটাছেঁড়া করবেন না। আমি ওকে হারিয়ে ফেলেছি। ওর দেহটা আমাকে দিয়ে দিন।

দয়া করে কাটাকাটি করে আর কষ্ট দেবেন না। কোনো পোস্টমর্টেম করতে হবে না।’ কিন্তু নিয়মের বেড়াজালে পুত্রহারা বাবার সে অনুরোধ কেউই রাখতে পারেননি।

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরের সেই মর্মান্তিক দুর্ঘটনা, ১১টি পরিবারে বয়ে নিয়ে এসেছে মৃত্যু সংবাদ। RCB-এর আইপিএল কাপ জয়ে সামিল হতে এসে কাদের ভুলে ঝরে গেল এই তাজা ১১টি প্রাণ তার জন্য চলছে তদন্ত।

নিহতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা সিদ্দারামাইয়া সরকারের। সূত্র: এই সময়