26.1 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাএশিয়ান কাপে খেলতে বাংলাদেশের সমীকরণ!

এশিয়ান কাপে খেলতে বাংলাদেশের সমীকরণ!

খেলাধুলা ডেস্ক :

সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে জয়টা অনেকটা প্রয়োজন ছিল বাংলাদেশের। শুধু এএফসি বাছাইপর্বে টিকে থাকার লড়াই নয়, দলে নতুন যোগ দেওয়া প্রবাসী ফুটবলারদের ঘিরে গড়ে উঠেছিল বাড়তি প্রত্যাশাও।

কিন্তু সব প্রত্যাশার দেয়াল ভেঙে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়েছে লাল-সবুজ শিবিরে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রায় ১৮ হাজার দর্শকের সামনে বাংলাদেশ হেরেছে ২-১ গোলে।

এই হারের পরেও এএফসি বাছাইপর্বে ‘গ্রুপ-সি’ তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। ১ গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই আছে।

গ্রুপ-সি তে এখনও বাকি চারটি ম্যাচ। পরের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। তবে মাঠের লড়াই যত দূরেই হোক, এখন থেকেই সমীকরণ মাথায় রেখে পরিকল্পনা সাজাতে হচ্ছে লাল-সবুজদের। কারণ সামনের পথ মোটেই সহজ নয়।

আর সেই চ্যালেঞ্জ পাড়ি দিতে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার জন্য অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষার সময়।

২০২৭ এএফসি বাছাইপর্বে এই মুহূর্তে গ্রুপের প্রতিটি দলেরই হাতে রয়েছে আরও ৪টি করে ম্যাচ। এখান থেকে সরাসরি এএফসি কাপে যাওয়ার টিকিট পাবে শুধু গ্রুপ সেরা দল। আপাতত সেই জায়গায় রয়েছে সিঙ্গাপুর। বাকি সব ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬-তে। হংকংয়ের ক্ষেত্রেও একই সমীকরণ প্রযোজ্য।

অন্যদিকে বাংলাদেশ এবং ভারতের সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট ১৩, অর্থাৎ তারা আর স্রেফ নিজেদের পারফরম্যান্সের উপর ভর করে শীর্ষে উঠতে পারবে না—নির্ভর করতে হবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর ফলাফলের ওপরও।

বাকি থাকা ৪ ম্যাচ থেকে বাংলাদেশের সমীকরণ কেমন হবে, সেটা সবচেয়ে ভালো বোঝা যাবে অক্টোবরে।

সেই উইন্ডতে পাঁচ দিনের ব্যবধানে দুইবার হংকংয়ের মুখোমুখি হবেন হামজা-শমিতের বাংলাদেশ। প্রথম ম্যাচ নিজেদের মাঠে, পরেরটি হংকংয়ে।

তবে আপাতদৃষ্টিতে বাংলাদেশের জন্য সব ম্যাচই জেতা অত্যাবশ্যক, যাতে অতিরিক্ত জটিলতা থেকে বাঁচা যায়। এ অবস্থায় সিঙ্গাপুরকে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট হারাতে হবে।

যাতে তাদের সর্বোচ্চ পয়েন্ট নেমে আসে ১৩ এ। যদি বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয়ে ১৩ পয়েন্ট করে অর্জন করে, তাহলে ফলাফল নির্ধারণে টাইব্রেকারের নিয়ম প্রয়োগ করা হবে।

টাইব্রেকারে প্রথমে হেড-টু-হেড ম্যাচের পয়েন্ট বিবেচনা করা হবে। সেখানে যদি সমতা থাকে (উভয় দল একবার করে জয়ী হয়), তখন গোল ব্যবধান দেখা হবে। তাতেও যদি সমতা থাকে, তবে যারা বেশি গোল করেছে, তারাই এগিয়ে থাকবে।