29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি নাগরিকের ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আজ বুধবার (১১ জুন) বিশেষ এ অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত দুটি ছুরিও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ হৃদয় (২৮), মো. ফেরদৌস হাসান (২৯) ও রাজু মজুমদার ওরফে কানকাটা রাজু (৩২)।

পুলিশ জানায়, চীনের নাগরিক ঝেং ছিং ঝিন (৫২) নিউ এরা ফ্যাশন বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় টেকনিশিয়ান হিসেবে কর্মরত।

গত ৯ জুন সকালে বেপজা আবাসিক এলাকার গেটের ভেতর দিয়ে হাঁটার সময় ৩-৪ জন যুবক তার পথরোধ করেন। এসময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে একটি হুয়াওয়ে নোভা ১৩ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ফোনটির বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

এ ঘটনায় ১০ জুন ভুক্তভোগী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা রুবেল দাশ ইপিজেড থানায় মামলা করেন।

মামলা তদন্তে নেমে পরদিন ১১ জুন সকালে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন ও দুটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়েছে।

ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।