Homeবিনোদোন‘শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও’

‘শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও’

কলকাতার জনপ্রিয় অ’ভিনেত্রী শ্রাবন্তীর বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনা লেগেই থাকে।

এ বার সমালোচনার আ’গুনে আরেকটু ঘি ঢালল অ’ভিনেত্রীর নতুন একটি ছবি।

শুক্রবার শ্রাবন্তী ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে নববধূ রূপে দেখা যাচ্ছে। লাল রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে দুই হাতে আলতার কারুকার্য করা। সিঁথিতে সিঁদুর ও মা’থায় মুকুট।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নায়িকাকে নিয়ে কটাক্ষ করতে থাকেন নেটিজেনরা।

শ্রাবন্তীকে অনেকেই প্রশ্ন করেন, তিনি আবার বিয়ের পিঁড়িতে বসেছেন কিনা?

অনুপম ঘোষ নামের একজন লিখেছেন, ‘দিদি চতুর্থ বিয়েটা করে নিন, অনেক দিন নেমন্তন্ন পাইনি’।

আমিনুল ইস’লাম নামের এক ব্যক্তি লিখেছেন, ‘শত স্বামীর স্ত্রী’ হও, শত শত সংসারে আ’গুন লাগাও’।

আরো পড়ুনঃ   সন্তান নেয়ার খবর জানান দিলেন প্রিয়াঙ্কা
আরো পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গোপনে মাংস বিতরণ করল ছাত্রশিবির

আবার কেউ মন্তব্য করেছেন, ‘নুসরাত দিদি বিয়ে ভাঙতে ব্যস্ত আর উনি তিন বার বউ সাজার পরও আবার শখ করে সেজেছেন’।

শ্রাবন্তীর বয়স নিয়েও কটাক্ষ করেছেন অনেক নেটিজেন।

জানা গেছে, এক জনপ্রিয় ডিজাইনারের জন্যই শ্রাবন্তী নতুন এই ফটোশ্যুট করেছেন। প্রতিটি ছবিতেই তিনি ধ’রা দিয়েছেন নববধূ বেশে।

প্রসঙ্গত, টালিউড সেনসেশন শ্রাবন্তীর সঙ্গে তৃতীয় স্বামী রোশানের স’ম্পর্ক ভালো যাচ্ছে না। দুজন দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। বিচ্ছেদের প্রস্তুতিও নিচ্ছিলেন।

সম্প্রতি শ্রাবন্তীকে ফিরে পেতে আ’দালতের দারস্থ হয়েছেন রোশান সিং। রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আ’দালত। আগামী জুলাই মাসে অ’ভিনেত্রীকে আ’দালতে হাজির হতে হবে।

এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বা’সের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। রাজীব-শ্রাবন্তীর ছে’লেও রয়েছে, তার নাম ঝিনুক। মায়ের সঙ্গেই থাকে সে।

আরো পড়ুনঃ   লেখা নয়, এবার হাতে সিগারেট নিয়ে কী নতুন বার্তা দিলেন পরীমণি?

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর স’ম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমা’রোহে বিয়েও করেন তারা। এরপর কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। এরপরই রোশনকে জীবনসঙ্গী করেন নায়িকা।

আরো পড়ুনঃ   বন্যায় বাড়ির উঠানে ঝাকি জাল দিয়ে মাছধরা,মাছ ধরে তাক লাগিয়ে দিল, ইন্টারনেটে তুমুল ভাইরাল ভিডিও

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ