টলিউড অ’ভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার গু’ঞ্জন এখন নেটদুনিয়ার ‘ট’ক অব দ্য টাউন’। নেটিজেনদের দাবি—আনাগত এই সন্তানের বাবা অ’ভিনেতা যশ দাশগু”প্ত ।
এদিকে নুসরাত-যশ দীর্ঘদিন ধরে প্রে’ম করলেও তারা বিয়ে করেননি। এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অন্যদিকে বিয়ে-সন্তানের বি’ষয়ে পুরোপুরি স্পিকটি নট এই যুগল।
এবার ভা’রতের সংবাদমাধ্যম জি-নিউজ২৪ দাবি করেছে—আগামী ১০ সেপ্টেম্বর নুসরাত জাহানের সন্তান পৃথিবীর আলো দেখার সম্ভাব্য ডেট জানিয়েছেন চিকিৎসক। আর যশ-নুসরাত বেশ আগেই বিয়ে করেছেন। নিখিলের এক কাছের বন্ধু জানান কিছু বন্ধুদের সঙ্গে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন নুসরাত, নিখিলই ফ্লাইটের টিকিট ও রিসর্ট বুক করে দেন। পরে রিসর্টের মালিক নিখিলের বন্ধু হওয়ায় তিনি জানতে পারেন যশের সঙ্গেই ছিলেন নায়িকা। সেই থেকেই সমস্যার সূত্রপাত।
যশ-নুসরাতের প্রে’মের স’ম্পর্ক অনেক দিনের। কিন্তু কবে বিয়ে করেছেন তার সঠিক দিন-তারিখ জানা যায়নি। কলকাতার দক্ষিণেশ্বরের মন্দিরে যশ-নুসরাতের একটি ভিডিও চলতি বছরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ম’দন মিত্র। শোনা যায়, সেখানেই যশকে বিয়ে করেন নুসরাত।
বিবাহবন্ধনে আব’দ্ধ থেকেও লুকিয়ে কী’ভাবে বিয়ে করলেন নুসরাত-যশ? এ প্রশ্নেরও উত্তর জানিয়েছেন নিখিলের ঘনিষ্ঠজন। তার ভাষায়- তুরস্কে নিখিল-নুসরাতের সোশ্যাল ম্যারেজ জাঁকজমকভাবে হলেও রেজিস্ট্রেশন হয় নি। সুতরাং বিয়েবিচ্ছেদের আইনি কোনো জটিলতা নেই।