25.1 C
Chittagong
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামহাটহাজারীতে পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

হাটহাজারীতে পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মো. হাসান তারেক (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল পৌণে ১০টার সময় উপজেলার মেখল ইউনিয়ন পরিষদস্থ ২নং ওয়ার্ডের জান আলী চৌধুরী বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান তারেক একই ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ গিয়াস চেয়ারম্যান (সাবেক) বাড়ীর মো. আলীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাস্তা পারাপারের সময় রাঙ্গামাটিমুখী একটি মাছভর্তি পিকআপ পেছন থেকে তারেককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক জানান, ঘাতক পিকাপটিকে সনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।