এ ঘটনায় আহত হয়েছে রিমন ও একরামুল নামে আরো দুজন। আহতদের মধ্যে থেকে রিমনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার ( ২৬ এপ্রিল ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ও প্রত্যক্ষদর্শী একরামুল ইসলাম বলেন, সোমবার ইফতার ও মাগরিবের নামাজ শেষে গঙ্গাপ্রসাদপুর রেল লাইনের উপর বসে ছিলাম আমি, সুজন ও রিমন। এ সময় ৭ থেকে ৮ জনের একদল দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে এসে আমাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনা স্থলেই মারা যায় সুজন।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, সোমবার সন্ধ্যায় যুবককে কুপিয়ে হত্যা ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান আছে।