Homeবিনোদোনকাঁদছেন পরীমনি, ভয়ে নামও বলতে পারছেন না

কাঁদছেন পরীমনি, ভয়ে নামও বলতে পারছেন না

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অ’ভিনেত্রী সিনেমা প্রে’মীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে পরীমণি অন্যতম। এই পর্যন্ত ভিন্নধ’র্মী চরিত্রে অ’ভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। ফের আলোচনায় এসেছেন এই বিউটি কুইন।

নতুন খবর হচ্ছে, আজ রোববার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন পরীমণি।

এ বিষয়ে জানতে চাইলে ফোন ধরেই কাঁদতে লাগলেন পরীমণি। সাংবাদিক পরিচয় পেয়ে বললেন, ‘আমা’র স্ট্যাটাস সত্য। আমা’র সঙ্গে অনেক খা’রাপ কিছু ঘটেছে।’

কার বি’রুদ্ধে অ’ভিযোগ এনেছেন জানতে চাইলে পরী বলেন, ‘এটা বলতে চাই। তবে ফোনে বলা যাবে না। আপনারা আসেন। আমি সবার সামনে, ক্যামেরার সামনে বলতে চাই। আমি সবাইকে জানাতে চাই। আমা’র ভরসা নষ্ট হয়ে গেছে।

আরো পড়ুনঃ   মাহিকে ভুল বুঝবেন না, আমরা বন্ধু আছি এবং থাকব: অপু
আরো পড়ুনঃ   বিচ্ছেদ নিয়ে এবারে মুখ খুললেন অনুপম

তবে কয়েকটি গনমাধ্যমে পরীমনি জানিয়েছেন, ‘আমা’র স্ট্যাটাস সত্য। আমা’র সঙ্গে অনেক খা’রাপ কিছু ঘটেছে।’ কার বি’রুদ্ধে অ’ভিযোগ এনেছেন জানতে চাইলে পরী বলেন, ‘এটা বলতে চাই। তবে ফোনে বলা যাবে না। আপনারা আসেন। আমি সবার সামনে, ক্যামেরার সামনে বলতে চাই। আমি সবাইকে জানাতে চাই। আমা’র ভরসা নষ্ট হয়ে গেছে। আমি কাউকে ভরসা করতে পারি না ভাই। আমি অনেক দৌড়াদৌড়ি করেছি। থা’না, শিল্পী সমিতি, সবখানে গেছি। কিছু হয়নি। আপনাদের বলতে চাই। আপনারা আসেন’- যোগ করেন পরীমণি।

তিনি আরও বলেন, ‘আজ রাতে আমা’র যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? আমি এজন্য ফোনে কিছু বলবো না।’

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ