Homeজাতীয়করোনা: দেশে দেড় মাস পর শনাক্ত ছাড়ালো ৩ হাজার, মৃত্যু অর্ধশত

করোনা: দেশে দেড় মাস পর শনাক্ত ছাড়ালো ৩ হাজার, মৃত্যু অর্ধশত

দেশে প্রায় দেড় মাস পর একদিনে করোনা শনাক্ত ৩ হাজার ছাড়ালো। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০ জনের শরীরে। আর মৃত্যুবরণ করেছেন ৫৪ জন। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণহানি হলো ১৩ হাজার ১৭২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৪.৮০ শতাংশ। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৬০২টি।

সোমবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫০ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জনের।

আরো পড়ুনঃ   করোনায় সকলকে উৎসাহ দিতে নাচলেন ঢামেক চিকিৎসকরা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।

আরো পড়ুনঃ   হজে গমনেচ্ছুদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের আহ্বান

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ